দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে নিষিদ্ধ হতে চলেছে পান এবং গুটকা সেবন। আগামী বছরের প্রথম দিন থেকেই এই নির্দেশ লাগু হতে চলেছে। জগন্নাথ মন্দির কমিটির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক রঞ্জন কুমার দাস জানিয়েছেন, পুরো নভেম্বর এবং ডিসেম্বর মাসজুড়ে মাদক বিরোধী প্রচার চালানো হবে। এবং জানুয়ারি মাস থেকে মন্দির চত্বরে মাদক সেবন নিষিদ্ধ করা হয়েছে। মন্দিরে আগত দর্শনার্থীদের পাশাপাশি সেবক এবং কমিটির সদস্যদেরও এই নির্দেশ মেনে চলতে হবে।
২০২৪ সালের ১ জানুয়ারির পর মন্দির চত্বরে কেউ পান বা গুটকা খেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ওই কমিটি। পাশাপাশি মোটা টাকা জরিমানাও দিতে হবে।
প্রায় এক মাস আগে পোশাক বিধি চালু করা হয়েছিল জগন্নাথ মন্দিরে। ছেঁড়া জিন্স, বারমুডা, স্লিভলেস পোশাক পরে মন্দিরের ভিতরে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। এরপর পান, গুটকা খাওয়ার ক্ষেত্রেও নয়া নির্দেশ জারি করল মন্দির কমিটি।