নয়াদিল্লি, ১৫ অক্টোবর : পঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। নির্বাচন স্থগিত করা অত্যন্ত গুরুতর বিষয়, এমনটাই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। এই অভিমত পোষণ করে পঞ্চায়েত নির্বাচন স্থগিত করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সকাল ৮টা থেকেই পঞ্জাবে শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েত নির্বাচন।
এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে, “ভোট শুরু হয়েছে, ধরুন আমরা স্থগিত করলাম, তাতে সম্পূর্ণ বিশৃঙ্খলা তৈরি হবে। নির্বাচন পরিচালনা স্থগিত করা গুরুতর বিষয়। আগামীকাল কেউ এভাবেই সংসদ নির্বাচনও স্থগিত করতে চাইবে। আমরা (মামলা) তালিকাভুক্ত করব, তবে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেব না।"
উল্লেখ্য, পঞ্জাবে গ্রাম পঞ্চায়েত নির্বাচন স্থগিত করতে অস্বীকার করেছিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানানো হয়। কিন্তু, শীর্ষ আদালতও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না।