নয়াদিল্লি, ১৮ অক্টোবর : শীতের আগেই এবারও দূষণ এসে গেল রাজধানী দিল্লিতে। শুক্রবার ভোর থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ল জাতীয় রাজধানী দিল্লি। একইসঙ্গে অস্বস্তির দিনও শুরু হয়ে গেল জাতীয় রাজধানীতে। এবার দীপাবলির অনেক আগে থেকেই বায়ুদূষণের কবলে চলে গেল দেশের রাজধানী।
দিল্লির অক্ষরধাম এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স নেমে ২৯৩-এ পৌঁছেছে। শুক্রবার ভোর থেকে কুয়াশার আস্তরণে ঢেকে যায় দিল্লির আনন্দ বিহার এলাকা, সেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স নেমে ৩৩৯-এ পৌঁছেছে, যা খুব খারাপ পর্যায়ের মধ্যে পড়ে। ইন্ডিয়া গেট এলাকায় এয়ার কোয়ালিটি নেমে ২৭০-এ পৌঁছেছে। এই খারাপ আবহাওয়ার মধ্যেই শুক্রবার ভোরে বহু মানুষ প্রাতঃভ্রমণ করেন।