নয়াদিল্লি, ২৩ অক্টোবর : শীতের মরসুম কড়া নাড়ছে। প্রতি বছরের মতো এবারও দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকায় হাজির বায়ুদূষণ। দীপাবলির আগেই দিল্লি, নয়ডা, গুরুগ্রাম ও মোরাদাবাদের মতো বেশ কয়েকটি জনবহুল এলাকায় বায়ু মানের সূচক ‘অতি খারাপ’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিগত কয়েকদিনের মতো বুধবারও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি।
শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা একিউআই ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। বুধবার সকালে দিল্লির আইটিও এলাকায় বাতাসের গুণগতমান ছিল ৩৪৯। লোধি রোড, ইন্ডিয়া গেট প্রভৃতি এলাকা ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা। এই পরিস্থিতি যে আগামী দিনে আরও খারাপ হতে পারে, সেই আশঙ্কাই গ্রাস করছে রাজধানীবাসীকে। এদিন সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতেও বাতাসের গুণগত মান খারাপ ছিল।
গাড়ির দূষণ কম করতে দিল্লিতে এখন ‘রেড লাইট অন, গাড়ি অফ’ প্রচারও চালাচ্ছে দিল্লি সরকার। সমস্ত গাড়িচালককে অনুরোধ করা হয়েছে সিগন্যাল লাল থাকলে তাঁরা যেন গাড়ি বন্ধ রাখেন। তবুও যেন দূষণ কমছে না, বরং আরও বাড়ছে। দূষণের জেরে অস্বস্তিতে দিল্লিবাসী।