মুম্বই, ৫ এপ্রিল : ফের একবার সমন পেলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা। একনাথ শিন্ডেকে নিয়ে মস্করা করে বিপাকে পড়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁকে একাধিকবার সমন পাঠিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। তবে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। হাইকোর্টে আগাম জামিনের আবেদনও করেছিলেন তিনি। তাঁকে আগাম জামিন মঞ্জুর করে হাইকোর্ট।