Country

3 weeks ago

Maharashtra: নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনই লক্ষ্য, মাও-অধ্যুষিত গড়চিরৌলিতে মোতায়েন পুলিশ বাহিনী

Police deployed in Mao-dominated Gadchiroli to ensure safe and peaceful elections
Police deployed in Mao-dominated Gadchiroli to ensure safe and peaceful elections

 

গড়চিরৌলি, ১০ এপ্রিল : আগামী ১৯ এপ্রিল মাওবাদী অধ্যুষিত মহারাষ্ট্রের গড়চিরৌলিতে লোকসভা নির্বাচন। লোকসভা ভোটের প্রথম পর্যায়েই এখানে ভোটগ্রহণ, মাও-অধ্যুষিত গড়চিরৌলিতে শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটগ্রহণ নির্বাচন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

আর তাই ইতিমধ্যেই গড়চিরৌলিতে মোতায়েন করা হয়েছে বিশেষ প্রশিক্ষিত পুলিশ বাহিনী। গড়চিরৌলির পুলিশ সুপার নিলোৎপল বলেছেন, "৪০টি সিএপিএফ টিম, ৩০টি সিআরপিএফ এবং ১৭টি এসআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটের দিন ১৫ হাজার পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।

ইনচার্জ সি-৬০ কমান্ডো, ইন্সপেক্টর কল্পেশ খারোদে বলেছেন, "আমাদের প্রস্তুতি তিন মাস ধরে চলছে। জঙ্গলে অনুসন্ধান অভিযান চলছে। সি-৬০ কমান্ডো ইউনিটও মোতায়েন করা হচ্ছে। ড্রোনও ব্যবহার করা হচ্ছে... প্রশিক্ষণ ছাড়াও, আমরা অনুসন্ধানে মনোনিবেশ করছি।"


You might also like!