নয়াদিল্লি, ১৩ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার, আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যে হরিয়ানা সফর করবেন। তিনি সোমবার সকালে হিসার যাবেন এবং হিসার থেকে অযোধ্যা পর্যন্ত একটি বাণিজ্যিক বিমানের উদ্বোধন করবেন এবং হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মোদী একটি জনসভায়ও ভাষণ দেবেন। এরপর, প্রধানমন্ত্রী যমুনানগরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এই উপলক্ষ্যে জনসমাবেশে ভাষণ দেবেন।
এই অঞ্চলে বিদ্যুৎ পরিকাঠামো বৃদ্ধির পাশাপাশি শেষ মাইল পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে, প্রধানমন্ত্রী মোদী যমুনানগরে দীনবন্ধু ছোটু রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের ৮০০ মেগাওয়াট আধুনিক তাপবিদ্যুৎ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গোবর্ধন প্রকল্পের লক্ষ্যকে এগিয়ে নিয়ে গিয়ে, প্রধানমন্ত্রী যমুনানগরের মুকারবপুরে একটি সংকুচিত বায়োগ্যাস প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভারতমালা পরিযোজনার আওতায় প্রায় ১,০৭০ কোটি টাকা মূল্যের ১৪.৪ কিলোমিটার দীর্ঘ রেওয়ারি বাইপাস প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।