Country

1 month ago

JP Nadda:কংগ্রেসকে জনগণ প্রত্যাখ্যান করতে চলেছে, তাঁরা ঐতিহাসিক পরাজয়ের আশঙ্কায় : জে পি নাড্ডা

JP Nadda
JP Nadda

 

নয়াদিল্লি, ২১ মার্চ  : কংগ্রেসকে জনগণ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করতে চলেছে, তাঁরা ঐতিহাসিক পরাজয়ের আশঙ্কায়। এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার নাড্ডা টুইট করে লিখেছেন, "কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দেন এবং ভারতীয় গণতন্ত্র ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁরা সুবিধামত নিজেদের অপ্রাসঙ্গিকতার জন্য 'আর্থিক অসুবিধার' জন্য দায়ী করছে।"

নাড্ডা আরও লেখেন, "বাস্তবে কংগ্রেসের দেউলিয়াত্ব নৈতিক ও বুদ্ধিবৃত্তিক, আর্থিক নয়। নিজেদের ভুল সংশোধনের পরিবর্তে, কংগ্রেস নিজেদের সমস্যার জন্য কর্তৃপক্ষকে দোষারোপ করছে। কংগ্রেসের পার্টটাইম নেতারা বলছেন, গণতন্ত্র হিসেবে ভারত একটি মিথ্যা। আমি কি বিনীতভাবে তাঁদের মনে করিয়ে দিতে পারি, ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে শুধুমাত্র কয়েক মাসের জন্য ভারতে গণতন্ত্র ছিল না। সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছাড়া আর কেউ ছিলেন না।"


You might also like!