Country

1 day ago

pakistan Government's X Account Suspended In India : আরও এক প্রত্যাঘাত ভারতের, বন্ধ হল পাক সরকারের এক্স অ্যাকাউন্ট

Pakistan Government's X Account Suspended In India Over Pahalgam Attack
Pakistan Government's X Account Suspended In India Over Pahalgam Attack

 

নয়াদিল্লি, ২৪ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর বুধবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ দফা পদক্ষেপের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এবার ষষ্ঠ প্রত্যাঘাত করা হল। পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্টটি ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর ৭ লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)। ওই বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপের কথা ঘোষণা করা হয়। যত দিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি নিজস্ব সমর্থন প্রত্যাহার করছে, তত দিন সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি, আটারি-ওয়াঘা সীমান্তে চলাচল বন্ধ করা, উপযুক্ত নথিপত্র নিয়ে যাঁরা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের ১ মে-র মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার সময় দেওয়া হয়েছে।

You might also like!