Country

1 day ago

Chaitra Navratri 2025: চৈত্র নবরাত্রির তৃতীয় দিন, মাতা কুষ্মাণ্ডা রূপে পূজিতা দেবী দুর্গা

Morning Aarti held at Jhandewalan temple on third day of Chaitra Navratri
Morning Aarti held at Jhandewalan temple on third day of Chaitra Navratri

 

নয়াদিল্লি, ১ এপ্রিল : চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে মাতা কুষ্মাণ্ডা রূপে পূজিতা হলেন দেবী দুর্গা। ৯ দিনব্যাপী চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে, মঙ্গলবার দিল্লির ঝাণ্ডেওয়ালান মন্দিরে সকালের আরতি করা হয়। যথোচিত ধর্মীয় মর্যাদায় দেবী দূর্গার আরাধনা করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে, মঙ্গলবার 'চতুর্থী'। এদিন দেবী দুর্গাকে মাতা কুষ্মাণ্ডা রূপে পূজা করা হয়। চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে, দিল্লির কালকাজি মন্দিরে মাতা কালকার দর্শনের জন্য ভক্তদের বিশাল ভিড় দেখা যায় এদিন সকালে। দিল্লির ছতরপুরের শ্রী আদ্য কাত্যায়নী শক্তিপীঠ মন্দিরেও সকালের আরতি করা হয়।




You might also like!