শ্রীনগর, ১৫ অক্টোবর : দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় পরে রাষ্ট্রপতি শাসনের অবসান হয়েছে জম্মু ও কাশ্মীরে। এবার বুধবার (১৬ অক্টোবর) জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আব্দুল্লাহ। উপ-রাজ্যপাল মনোজ সিনহা তাঁকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রিয় নেতা ফের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাতে উৎফুল্ল ন্যাশনাল কনফারেন্স শিবির।
উল্লেখ্য, প্রায় ১০ বছর পরে সম্প্রতি বিধানসভা নির্বাচন হয় জম্মু ও কাশ্মীরে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা পায় এনসি-কংগ্রেস জোট। এনসি বিধায়কেরা সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলের নেতা হিসাবে ওমরকে নির্বাচিত করেন। তার পরেই গত শুক্রবার নিজের দলের ৪২ জন বিধায়ক, ৬ কংগ্রেস বিধায়ক, এক সিপিএম, এক এএপি এবং কয়েক জন নির্দল বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি নিয়ে উপ-রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে দেখা করেন এবং সরকার গঠনের দাবি জানান তিনি।