Country

1 year ago

Narendra Modi : আন্দামান ও নিকোবরের ২১টি দ্বীপের নামকরণ সম্পন্ন, নেতাজিকে উৎসর্গকৃত জাতীয় স্মৃতিসৌধের মডেল উন্মোচিত

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার পরাক্রম দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি নামহীন দ্বীপের নামকরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পরম বীর চক্র জয়ী ২১ জনের নামে দ্বীপগুলির নামকরণ করা হয়েছে। পাশাপাশি নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।

সুবেদার মেজর সঞ্জয় কুমার, সুবেদার মেজর যোগেন্দ্র সিং যাদব (অব.), নায়েব সুবেদার বানা সিং, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে, মেজর সোমনাথ শর্মা, সুবেদার এবং ক্যাপ্টেন (ল্যান্স নায়েক) করম সিং, দ্বিতীয় লেফটেন্যান্ট রাম রঘোবা রানে, নায়ক যদুনাথ সিং-সহ ২১ জন পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের নামে দ্বীপগুলির নামকরণ করা হয়েছে।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, "ভারত সর্বাগ্রে" এটাই ছিল ২১ জন পরমবীরের একমাত্র প্রতিজ্ঞা; এই দ্বীপগুলির নামকরণে তাঁদের সংকল্প চিরকালের জন্য অমর হয়ে গেল। আন্দামানের সম্ভাবনা বিশাল, বিগত ৮ বছরে দেশ এ লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর বলিষ্ঠ নেতৃত্বে গৃহীত সমস্ত সিদ্ধান্ত অবশ্যই ভারতের স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সংযোগকে স্বীকার করে।"


You might also like!