Country

2 weeks ago

Mumbai Indians vs Royal Challengers Bangalore: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, হেড টু হেড রেকর্ড ও সামগ্রিক পরিসংখ্যানে কোন দল এগিয়ে

Mumbai Indians vs Royal Challengers Bangalore
Mumbai Indians vs Royal Challengers Bangalore

 

কলকাতা, ১১ এপ্রিল: বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স।এই ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরসুমের প্রথম জয় পেয়েছে এমআই, আর আরসিবি আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে।ম্যাচের আগে জেনে নিন হেড-টু-হেড রেকর্ড এবং পরিসংখ্যান।

আইপিএলে এম আই বনাম আরসিবির হেড-টু-হেড:

**খেলা হয়েছে : ৩২টি।

**রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে : ১৩টি।

**মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে : ১৮টি।

**ফলাফল হয়নি : ১টি।

**শেষ ফলাফল: মুম্বই ইন্ডিয়ান ৬ উইকেটে জিতেছে (২০২৩)।


ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের সামগ্রিক আইপিএল রেকর্ড:

**ম্যাচ খেলেছে: ৮০টি

**জিতেছে: ৪৯টি।

**হারিয়েছে: ৩০টি।

**ফলাফল হয়নি : ১টি।

**শেষ ফলাফল: দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানে হারায় (২০২৪)।

**এমআই সর্বোচ্চ স্কোর: ২৩৪/৫ (২০) বনাম ডিসি (২০২৪)।

এমআই সর্বনিম্ন স্কোর: ৮৭ (১৮.৫) বনাম হায়দরাবাদ (২০১৮)।


দুদলের সবচেয়ে বেশি রান:

**বিরাট কোহলি (আরসিবি):

৩১ ইনিংসে ৮৫২ রান।

**এবি ডি ভিলিয়ার্স (আরসিবি):

১৯ ইনিংসে ৬৯৩ রান।

**ক্রিস গেইল (আরসিবি):

১০ ইনিংসে ৩৭৫ রান।

দুদলের সবচেয়ে বেশি উইকেট:

**জসপ্রিত বুমরাহ ( এম আই):

১৮ ম্যাচে ২৪ উইকেট।

**যুজবেন্দ্র চাহাল ( আর আর, আরসিবি):

১৫ ম্যাচে ২২ উইকেট।

**হরভজন সিং (এমআই) :

১৯ ম্যাচ ১৮ উইকেট।

You might also like!