নয়াদিল্লি, ২০ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ এপ্রিল, সোমবার নতুন দিল্লিতে ১৭-তম সিভিল সার্ভিস দিবস উপলক্ষ্যে সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে বক্তৃতা রাখবেন। প্রশাসনিক কাজে দক্ষতা প্রদর্শনের জন্য বিশেষ পুরস্কারও প্রদান করবেন তিনি। জেলাগুলির সার্বিক উন্নয়ন, উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি এবং উদ্ভাবন বিভাগে মোট ১৬টি পুরস্কার দেওয়া হবে।
আগামী সোমবার, ২১ এপ্রিল দেশজুড়ে পালিত হবে ১৭-তম সিভিল সার্ভিস দিবস। ওই দিন প্রধানমন্ত্রী মোদী নতুন দিল্লিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এক সভায় যোগ দেবেন। ওই অনুষ্ঠানেই জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রীর পুরষ্কার যোগ্যদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী মোদী।