Country

1 month ago

PM Modi Condemn terrorist attack: মস্কোয় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন মোদী, রাশিয়ার পাশে থাকার আশ্বাস

Modi strongly condemned the terrorist attack in Moscow, assured to stand by Russia
Modi strongly condemned the terrorist attack in Moscow, assured to stand by Russia

 

নয়াদিল্লি, ২৩ মার্চ : মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ সন্ত্রাসী হামলার নিন্দা করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "মস্কোতে জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই আমরা। নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা, এই দুঃখের সময়ে রাশিয়ার পাশে রয়েছে ভারত সরকার।"

উল্লেখ্য, স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার রাতে রাশিয়ার রক ব্যান্ড ‘পিকনিক’-এর একটি কনসার্টের জন্য প্রচুর মানুষ মস্কোর ক্রকাস সিটি হলে জড়ো হয়েছিলেন। হলটিতে প্রায় ছ’হাজার মানুষের বসার বন্দোবস্ত রয়েছে। কনসার্ট চলাকালীন হঠাৎই হলের মধ্যেই বিস্ফোরণ হয়। চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায়। হলের ছাদ খসে পড়ে। এর পরেই কনসার্ট হলে ঢুকে পড়ে জনা পাঁচেক বন্দুকবাজ। ছদ্মবেশী পোশাক পরা পাঁচজন বন্দুকবাজ দর্শকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। মস্কোতে আইএস জঙ্গিদের অতর্কিতে হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন।


You might also like!