Country

1 year ago

Narendra Modi : ৭১,০৫৬ জন কর্মপ্রার্থী পেলেন নিয়োগপত্র, কর্মযোগী প্রারম্ভ মডেলের সূচনা করলেন প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২২ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় ৭১ হাজার ০৫৬ জন নতুন কর্মপ্রার্থীদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। দেশের ৪৫টি স্থান থেকে এই নিয়োগপত্র সরাসরি হাতে তুলে দেওয়া হয়। দেশের যুব প্রজন্মের ক্ষমতায়নকে উচ্চ অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী স্বপ্ন পূরণের লক্ষ্যে রোজগার মেলা এক অন্যতম পদক্ষেপ। এর আগে অক্টোবর মাসে ৭৫ হাজার নিয়োগপত্র প্রদান করা হয়। মঙ্গলবার ৭১ হাজার ০৫৬ জন নতুন কর্মপ্রার্থীদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার পাশাপাশি রোজগার মেলায় নতুন নিয়োগের জন্য কর্মযোগী প্রারম্ভ মডেলের সূচনা করেছেন প্রধানমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের জনগণের সামনে আপনারা যারা এই নতুন দায়িত্ব কাঁধে নিতে চলেছেন তাঁরা একদিক থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে নিযুক্ত হচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিশেষ যুগে এই নতুন দায়িত্ব পাচ্ছেন আপনারা। দেশ প্রবেশ করেছে অমৃত কালে, আমরা সমস্ত নাগরিকরা এই সময়ের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। মোদী বলেছেন, মহামারী এবং যুদ্ধের ফলে সমগ্র বিশ্বে তরুণদের সামনে নতুন সুযোগের সংকট রয়েছে। এমনকি উন্নত দেশগুলিতেও বিশেষজ্ঞরা একটি বড় সংকটের সন্দেহ করছেন। এই সময়েই অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, ভারতের কাছে অর্থনৈতিক সক্ষমতা প্রদর্শনের এবং নতুন সুযোগ তুলে ধরার সুবর্ণ সুযোগ রয়েছে।


You might also like!