নয়াদিল্লি, ২১ আগস্ট : সংসদের বাদল অধিবেশনের অন্তিম দিনেও অশান্ত হয়ে উঠল লোকসভা। বৃহস্পতিবার লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই এসআইআর-সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী দলের সাংসদরা। তুমুল হৈহট্টগোলের কারণে প্রথমে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। পরে অধিবেশন শুরু হলেও, উত্তাল হয়ে ওঠে লোকসভা। এরপর অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন।
এসআইআর-এর বিরুদ্ধে বিরোধীদের অবস্থান সম্পর্কে, বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত বলেন, "তাঁরা দ্বিমুখী কথা বলছে, তাঁরা বলে ভোটগুলি ভুয়ো। এসআইআর পূর্ববর্তী সরকারগুলিও করেছিল। এটি ভোটার তালিকা স্যানিটাইজ করার জন্য, তাহলে তাঁদের কী সমস্যা আছে?"