Country

1 week ago

Modi-Kishida met in Italy: জি৭ সম্মেলনের ফাঁকে কিশিদা-মোদী বৈঠক, সাক্ষাৎ বাইডেনের সঙ্গেও

Kishida-Modi meeting on the sidelines of G7 conference, also meeting with Biden
Kishida-Modi meeting on the sidelines of G7 conference, also meeting with Biden

 

আপুলিয়া, ১৫ জুন: ইতালির আপুলিয়া শহরের জি৭ সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্প নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদী নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "ইতালিতে জি৭ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে দেখা করাটা খুবই আনন্দের বিষয়। শান্তিপূর্ণ, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিকের জন্য ভারত ও জাপানের মধ্যে শক্তিশালী সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিরক্ষা, প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, ক্লিন এনার্জি এবং ডিজিটাল প্রযুক্তিতে একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমরা পরিকাঠামো এবং সাংস্কৃতিক সংযোগের ক্ষেত্রেও সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই।"

জাপানের প্রধানমন্ত্রী ছাড়াও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও ইতালিতে দেখা হয়েছে মোদীর। বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, "বিশ্বের ভালোর জন্য একসঙ্গে কাজ করবে ভারত ও আমেরিকা।" আবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও সাক্ষাৎ হয়েছে মোদীর।


You might also like!