Country

3 weeks ago

K Kavitha sent to JC: ২৩ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজত কে কবিতার, বিঁধলেন বিজেপিকে

Kavita's judicial custody till April 23, stung the BJP
Kavita's judicial custody till April 23, stung the BJP

 

নয়াদিল্লি, ৯ এপ্রিল: আপাতত তিহার জেলেই থাকতে হবে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র এমএলসি কে কবিতাকে। মঙ্গলবার দিল্লির রাউস এভিনিউ আদালত তাঁকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় কে কবিতাকে গত ১৫ মার্চ গ্রেফতার করেছিল ইডি। এদিন আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কবিতা। তিনি বলেছেন, "এটি সম্পূর্ণভাবে বিবৃতির উপর ভিত্তি করে একটি মামলা। এটি একটি রাজনৈতিক মামলা। বিরোধী দলকে টার্গেট করার একটি মামলা এটি। সিবিআই ইতিমধ্যেই জেলে আমার বক্তব্য রেকর্ড করেছে।"

ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র এমএলসি কে কবিতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। কে কবিতার বিরুদ্ধে সাক্ষীকে প্রভাবিত, তথ্য প্রমাণ লোপাট-সহ নানা অভিযোগ এনেছে ইডি, মঙ্গলবার আদালতে তা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই কে কবিতাকে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন কে কবিতা, হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তাঁকে তিহার জেল থেকে দিল্লির রাউস এভিনিউ আদালতে পেশ করা হয়। ইডি তাঁকে আরও ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে চেয়েছিল। সেই আবেদন মঞ্জুর হয়েছে।

You might also like!