দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কর্নাটকের রায়চুর জেলাতে কৃষ্ণা নদী থেকে উদ্ধার হল প্রাগৈতিহাসিক বিষ্ণ মূর্তি এবং শিবলিঙ্গ। যার সাথে একেবারে হুবহু মিল রয়েছে অযোধ্যার রাম মন্দিরের রামলালার বিগ্রহের। প্রাগৈতিহাসিক যুগের এই মূর্তিগুলি পাওয়া গিয়েছে দেবাসুর জেলার একটি ব্রিজ নির্মাণের সময়। নির্মাণকারীরা সাবধানে মূর্তিগুলিকে উদ্ধার করে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিষ্ণ মূর্তির দশাবতার এবং শ্রীকৃষ্ণের মূর্তিটির সঙ্গে হুবহু মিল রয়েছে নবনির্মিত অযোধ্যার রামলালার। এ প্রসঙ্গে, প্রাচীণ ইতিহাস এবং পুরাতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. পদ্মজা দেসাই বলেন, 'উদ্ধার হওয়া মূর্তিগুলির মধ্যে একাধিক বৈশিষ্ট্য রয়েছে। একটি প্ল্যাটফর্মের উপর মূর্তিগুলি স্থাপিত রয়েছে। যার পিছনে রয়েছে দীপ্তিময় আভা। বিষ্ণ দেবতার দশটি অবতার ফুটে উঠেছে এই মূর্তিতে। অর্থাৎ মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামণ, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কলকি অবতার।'