নয়াদিল্লি, ২২ অক্টোবর : অক্টোবরেই মাত্রাতিরিক্ত দূষণে নাজেহাল অবস্থা রাজধানী দিল্লিতে, বাতাসের গুণগতমান দিন দিন খারাপ হচ্ছে। বাতাসের গুণগতমানের পাশাপাশি যমুনার জলও দূষিত হয়ে উঠেছে। মঙ্গলবার সকালেও যমুনা নদীর জলে বিষাক্ত ফেনা ভাসতে দেখা গিয়েছে।
মঙ্গলবার সকালে দিল্লির আনন্দ বিহার এলাকায় বাতাসের গুণগতমান ছিল খুবই খারাপ, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮২। আবার অক্ষরধাম মন্দির এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮৫। দিল্লির আইটিও এলাকা, ইন্ডিয়া গেট প্রভৃতি এলাকা ছিল দূষণের কবলে। কর্তব্য পথে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩২৮। নেহরু পার্ক, মোতিবাগ এলাকা ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা।