শিমলা, ২০ এপ্রিল : হিমাচল প্রদেশে আপাতত ভারী বৃষ্টিপাত চলবে, একইসঙ্গে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ২১ এপ্রিল, সোমবার পর্যন্ত হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ২১ এপ্রিল (সোমবার) সকাল পর্যন্ত হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে, পাশাপাশি শিলাবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাসও রয়েছে, হতে পারে বজ্রপাতও।
চাম্বা, কাংড়া, কুল্লু, সোলান, সিরমৌর, মান্ডি এবং শিমলা জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে। বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে, লাহুল, স্পিতি, কিন্নৌর জেলা এবং চাম্বা ও কুল্লুর উঁচু এলাকায় ২১ এপ্রিল দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।