Country

1 year ago

Saket Gokhela : সাকেতের জামিনের আর্জি খারিজ গুজরাট হাইকোর্টে

Saket Gokhela
Saket Gokhela

 

আহমেদাবাদ, ২৫ জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের সমস্যা আরও বাড়ল। গুজরাট হাইকোর্ট সাকেতের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এর আগে সেশন কোর্টেও জামিনের আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই নেতা। কিন্তু সেখানেও এই আবেদন খারিজ হয়ে যায়। এবার হাইকোর্টও তাঁর আবেদন খারিজ করে দিল ৷ আদালত জানিয়েছে, তাঁর বিরুদ্ধে চার্জশিট না জমা হওয়া পর্যন্ত তাঁকে জামিন দেওয়া যাবে না।

গত দু’মাসে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন সাকেত গোখলে। মিথ্যা তথ্য প্রচার-সহ একাধিক অভিযোগে তাঁকে বারবার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। শেষবার তাঁকে নয়াদিল্লির বঙ্গভবন থেকে গ্রেফতার করা হয়। যা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবন থেকে গুজরাট পুলিশ কেন সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছে সেই প্রশ্নও তুলেছিলেন মমতা।

এদিকে সাকেতের বিরুদ্ধে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থের অপব্যবহার করার অভিযোগ উঠেছে। তাই মানি লন্ডারিং আইনের অধীনে সবরমতি জেলে বন্দি তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্রকে ইডি হেফাজতে নিয়েছে । বুধবার সাকেতকে আদালতে হাজির করে ইডি রিমান্ডে নেবে বলেও জানা গিয়েছে। তাঁকে ইতিমধ্যে তিনদিন জেলে নিয়ে জেরা করেছে ইডি। আদালতের অনুমতি নিয়েই তারা জেরা করেছে সাকেতকে।

এদিকে মেঘালয় সরকারও গোখলের বিরুদ্ধে মানহানির মামলা করেছে। মেঘালয় সরকার তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে। সাকেত গোখলের বিরুদ্ধে মেঘালয় ইকো ট্যুরিজম ইনফ্রা ডেভেলপমেন্ট প্রকল্পে বিনিয়োগ নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।

You might also like!