Country

6 months ago

Fire in multi-storey apartment in Noida:নয়ডায় বহুতল আবাসনে অগ্নিকান্ড, হতাহতের খবর নেই

Fire in multi-storey apartment in Noida
Fire in multi-storey apartment in Noida

 

নয়ডা, ৩০ মে : একে তীব্র তাপপ্রবাহ, তার ওপর একের পর এক অগ্নিকান্ডে নাজেহাল দিল্লি ও লাগোয়া উত্তর ও উত্তর পশ্চিম ভারত। বৃহস্পতিবার এমনই এক অগ্নিকান্ডর খবর পাওয়া গেছে নয়ডায়। তবে কোনও হতাহতের খবর নেই।

জানা গেছে, নয়ডার সেক্টর ১১০-এর লোটাস বুলেভার্ড সোসাইটিতে আগুন লাগে বৃহস্পতিবার। আগুন লাগতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বহুতল আবাসনে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত উত্তর ও উত্তর পশ্চিম ভারত। এই গরমে প্রায়ই খবর পাওয়া যাচ্ছে কলকারখানায় বা বিভিন্ন আবাসনে আগুন লেগে যাওয়ার। অনেক ক্ষেত্রে এও জানা যাচ্ছে, রান্নার গ্যাস সিলিন্ডার অস্বাভাবিক গরমে অনেক সময় ফেটে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটছে। তবে নয়ডার সেক্টর ১১০-এর লোটাস বুলেভার্ড সোসাইটিতে কেন আগুন লাগলো তা এখনও জানা যায়নি। হতাহতের কোনও খবর নেই।


You might also like!