Country

1 day ago

Chhattisgarh Maoist Encounter: ছত্তিশগড়ে এনকাউন্টারে মহিলা মাওবাদীর মৃত্যু, উদ্ধার ইনসাস রাইফেল

Chhattisgarh Encounter
Chhattisgarh Encounter

 

রায়পুর, ৩১ মার্চ : নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য মিলল ছত্তিশগড়ে, সোমবার দান্তেওয়াড়া-বিজাপুর সীমানায় এনকাউন্টারে নিকেশ হয়েছে এক মহিলা মাওবাদী। গুলির লড়াই এখনও চলছে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল ও অন্যান্য গোলাবারুদ। সোমবার সকালে দান্তেওয়াড়া পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দান্তেওয়াড়া-বিজাপুর সীমানায় এনকাউন্টারে নিকেশ হয়েছে এক মহিলা মাওবাদী। ওই এলাকায় গুলির লড়াই এখনও চলছে। নিহত মাওবাদীর পরিচয় এখনও জানা যায়নি। ওই এলাকায় আরও কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। নিরাপত্তা বাহিনী চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে রেখেছে।

You might also like!