Country

7 hours ago

Telangana Tunnel Collapse: তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটক আট শ্রমিক, বাড়ছে উৎকণ্ঠা

Telangana Tunnel Collapse
Telangana Tunnel Collapse

 

হায়দরাবাদ, ২৪ ফেব্রুয়ারি : দীর্ঘ ৪৮ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত, তেলেঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে এখনও আটকে রয়েছেন আট শ্রমিক। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) বেশ কয়েকটি দল উদ্ধারের কাজে নেমেছে। উদ্ধারের জন্য ডাকা হয়েছে সেনাও।

কাদাজলে ভরে গিয়েছে সুড়ঙ্গ, শ্রমিকেরা ঠিক কোন জায়গায় আটকে রয়েছেন তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। ফলে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়ছে। শ্রমিকদের সঙ্গে যোগাযোগও সম্পূর্ণ ভাবে ছিন্ন হয়ে গিয়েছে। ফলে সমস্যা আরও বাড়িয়ে তুলেছে। জানা যাচ্ছে, সুড়ঙ্গের সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে রয়েছেন ওই আটজন শ্রমিক। সুড়ঙ্গের ভিতরে ঢুকেছেন উদ্ধারকারীরা। কিন্তু সমস্যা কয়েক গুণ বাড়িয়ে তুলেছে সুড়ঙ্গের ভিতরের কাদাজল। তাই এগোতে পারছেন না তাঁরা। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ভেঙে পড়ে এই সুড়ঙ্গের একাংশ।

You might also like!