Country

1 year ago

ED seals National Herald office : দিল্লিতে ন্যাশনাল হেরাল্ডের অফিস সিল করল ইডি, কংগ্রেসের সদর দফতরে বাড়তি নিরাপত্তা

ED seals National Herald office in Delhi
ED seals National Herald office in Delhi

 

নয়াদিল্লি, ৩ আগস্ট  : আর্থিক তছরুপের মামলায় দিল্লির ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার ওই অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। তার পর বুধবার ওই অফিস সিল করে তদন্তকারীরা জানিয়ে দেন, তাঁদের অনুমতি ছাড়া দফতর খোলা যাবে না। মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ডের সদর দফতর-সহ একাধিক জায়গায় হানা দিয়েছিল ইডি। আর্থিক নয়ছয় মামলায় বুধবার হেরাল্ড হাউসের একাংশ সিল করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখানেই রয়েছে ইয়ং ইন্ডিয়া লিমিটেডের অফিস। এই সংস্থাই অ্যাসোসিয়েটেড জার্নালসের কাছ থেকে ন্যাশনাল হেরাল্ডের মালিকানা কিনে নেয়। যা নিয়েই বিতর্ক রয়েছে। এদিন হেরাল্ড হাউস সিল করে দেওয়ার ঠিক পরই দিল্লির আকবর রোডের কংগ্রেসের সদর দফতরের বাইরে অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়। সদর দফতরের সামনের রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। গতকালের ইডির তল্লাশির কড়া প্রতিক্রিয়া দিয়েছিল কংগ্রেস। আজ অফিস সিল করে দেওয়ায় কংগ্রেসের সদর দফতরের বাইরে বিক্ষোভের আশঙ্কা থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে দিল্লি পুলিস।

ন্যাশনাল হেরাল্ডের আর্থিক নয়ছয় মামলায় ইতিমধ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে তিনবার এবং রাহুল গান্ধীকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করেছে। দু’জনকে নতুন করে আর তলব করেনি ইডি। ঠিক তারপরই গতকাল দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গের ন্যাশনাল হেরাল্ডের সদর দফতর-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি।

You might also like!