নয়াদিল্লি, ২০ এপ্রিল : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইস্টার উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক শুভেচ্ছা বার্তায় লিখেছেন, "সবাইকে ইস্টারের শুভেচ্ছা! এই উৎসবে আমরা যিশু খ্রীষ্টের পুনরুত্থান উদযাপন করি। এই উৎসব নতুন আশা ও নতুন সূচনার চেতনাকে অনুপ্রাণিত করে। যিশু খ্রীষ্টের শিক্ষা মানবতাকে ভালোবাসা এবং ত্যাগের পথে চলতে অনুপ্রাণিত করে। আনন্দ এবং আশার এই উৎসব সকলের জন্য শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক।"
ভারত তথা সমগ্র বিশ্বজুড়ে রবিবার পালিত হচ্ছে ইস্টার উৎসব। জেরুসালেমের গলগাথার রাস্তায় যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যে দিন, সেই দিনকেই ‘গুড ফ্রাইডে’ বলে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বাইবেলের নিউ টেস্টামেন্ট অনুযায়ী, এর তিন দিন পরে, রবিবার ফের বেঁচে ওঠেন যিশু। মৃত্যুকে হারিয়ে যিশুর এই পুনরুত্থানকেই ‘ইস্টার সানডে’ হিসেবে পালন করেন তাঁরা।