Country

5 hours ago

Afghanistan Earthquake: আফগানিস্তানে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি-এনসিআর, কাশ্মীর

Afghanistan Earthquake
Afghanistan Earthquake

 

নয়াদিল্লি, ১৯ এপ্রিল : ফের কেঁপে উঠল কাশ্মীর এবং দিল্লি-এনসিআর। শনিবার আফগানিস্তান সীমানায় ভূমিকম্প হয়। কম্পনের তীব্রতা ছিল ৫.৮ ম্যাগনিটিউড। আর সেই কম্পনের আফটার শকেই কেঁপে উঠল দিল্লি-এনসিআর এবং কাশ্মীর। পাকিস্তানের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শনিবার দুুপুর ১২টা বেজে ১৭ মিনিটে কেঁপে ওঠে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত। ভূমিকম্পের উৎস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে ওই অঞ্চলকেই। ভূগর্ভের ৮৬ কিলোমিটার গভীর থেকে ছড়িয়ে পড়ে কম্পন। মাটির নীচে টেকটোনিক পাতগুলি সচল অবস্থায় থাকায় ওই অঞ্চল এমনিতেই ভূমিকম্পপ্রবণ। আফগানিস্তানে ভূমিকম্পের পর পরই ভারতের কাশ্মীর উপত্যকা এবং দিল্লি ও সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

You might also like!