
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : দিল্লির বাতাস মঙ্গলেও খারাপ পর্যায়ে থাকল। এদিন সকালেও ঘন কুয়াশায় ঢাকা ছিল রাজধানী দিল্লি। দিল্লির বিভিন্ন স্থানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ছিল ‘খুব খারাপ’ পর্যায়ে। ধোঁয়াশায় মোড়া ছিল ইন্ডিয়া গেট ও কর্তব্য পথ। অক্ষরধাম, আইটিও সর্বত্রই ছিল বায়ুদূষণ।
ইন্ডিয়া গেট ও কর্তব্য পথ এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ২৬৫, আইটিও এলাকায় ২৯৪।। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩১৯ এবং অক্ষরধাম মন্দির এলাকাতে বাতাসের গুণমান সূচক ছিল ৩১৯। দূষণ কমাতে নানা বিধ পদক্ষেপ করছে দিল্লি সরকার। রাস্তায় জল ছিটানো হচ্ছে। তবুও পরিস্থিতির উন্নতি হচ্ছেই না। এদিন দিল্লির গাজীপুরে একিউআই ছিল ৩১৯।
