Country

2 hours ago

Delhi Toxic Air: ধোঁয়াশায় মোড়া দিল্লি, বায়ুদূষণে জেরবার জাতীয় রাজধানী

Delhi's toxic air remains ‘very poor’
Delhi's toxic air remains ‘very poor’

 

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : মঙ্গলেও ‘খারাপ’ পর্যায়ে দিল্লির বায়ুদূষণের মাত্রা। এদিন সকালে দিল্লিবাসীর ঘুম ভাঙল ধোঁয়াশার মধ্যে। একদিকে ধোঁয়াশার ঘনত্ব, অন্যদিকে বায়ুর গতিবেগ একেবারে মৃদু, যার ফলে দূষণ লাফিয়ে বাড়ছে। বেশ কিছু অঞ্চলে দূষণের মাত্রা রয়েছে ৪০০-র আশপাশে। যাকে ঘিরে শঙ্কা বাড়ছে।

বিগত কয়েকদিন ধরে বায়ুদূষণে জেরবার জাতীয় রাজধানী। সামান্যও উন্নতি হল না মঙ্গলবারও। দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। যা এখনও কমেনি। এদিন সকালে দিল্লির আইটিও এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৩৮০, আবার আনন্দ বিহার এলাকায় বাতাসের গুণগতমান ছিল ৪০২, ইন্ডিয়া গেট ও সংলগ্ন এলাকায় একিউআই ছিল ৩২৮।

You might also like!