Country

1 week ago

Earthquake In Delhi NCR: দিল্লিতে ভূমিকম্পে উপরে পড়ল ২০-২৫ বছরের পুরানো গাছ, হতবাক ঝিল পার্ক কর্তৃপক্ষ

A tree uprooted in delhi
A tree uprooted in delhi

 

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি : না ঝড়, না বৃষ্টি, শুধু সকালে অনুভূত হয়েছিল জোরালো তীব্রতার ভূমিকম্প। সেই ভূমিকম্পের পরই দিল্লির ঝিল পার্কে উপরে পড়ল ২০-২৫ বছরের পুরানো একটি গাছ। যা দেখে হতবাক পার্ক কর্তৃপক্ষ। ঘড়ির কাঁটায় ৫টা ৩৬ মিনিট। ভোরের আলো ফুটলেও তখনও ঘুম ভাঙেনি রাজধানীর। আচমকা কেঁপে ওঠে মাটি।

জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ দিল্লির ধৌলাকুঁয়া। সেখানে দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশ্যাল এডুকেশনের জমির ঠিক নীচে ভূমিকম্প হয়েছে। মাটি থেকে গভীরতা খুব বেশি নয়, মাত্র পাঁচ কিলোমিটার। ভূমিকম্পের উপকেন্দ্রেই অবস্থিত ঝিল পার্ক।

পার্কের এক তত্ত্বাবধায়ক মহাবীর বলেন, "আমি সকালে উপড়ে যাওয়া গাছটি দেখলাম। এটি একটি ২০-২৫ বছরের পুরানো গাছ। এমনটি ভূমিকম্পের কারণে ঘটেছে, কারণ এখানে হাওয়া অথবা বজ্রপাত কিছুই হয়নি। শ্রমিকরা জানান, ভূমিকম্পের পর পার্কে উপরে পড়া গাছটি তাঁরা দেখতে পান।" আরেক তত্ত্বাবধায়ক জানকি দেবী বলেন, "উপড়ে যাওয়া গাছ ছাড়া আর কোনও ক্ষতি হয়নি। ভোর সাড়ে ৫টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়; খুব প্রবল কম্পন অনুভূত হয়। তারপর দেখা যায় গাছটি উপড়ে গেছে।"

You might also like!