
কলম্বো, ১ ডিসেম্বর : শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়াহ-র তাণ্ডবে মৃত্যু হয়েছে ৩৩৪ জনের। নিখোঁজ কমপক্ষে ৩৭০ জন। ঘূর্ণিঝড়ে সৃষ্ট ধ্বংসযজ্ঞের পর, ক্যান্ডি জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যেখানে ৮৮ জন মারা গেছেন এবং ১৫০ জন নিখোঁজ রয়েছেন। বাদুল্লায় ৭১ জন, নুওয়ারা এলিয়ায় ৬৮ জন এবং মাতালেতে ২৩ জন নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের খবর পাওয়া গেছে।
এই দুর্যোগে সারা দেশে ৩,০৯,৬০৭টি পরিবারের ১১,১৮,৯২৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীলঙ্কার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এটিই। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় শহর জলমগ্ন হয়ে পড়েছে, বড় বড় সেতুগুলি ভেসে গেছে। এই দুঃসময়ে প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়েছে ভারত।
