Country

1 month ago

Bijli Mahadev: কুল্লুতে বিজলি মহাদেব রোপওয়ের নির্মাণ কাজ শুরু, ৭-মিনিটেই পৌঁছনো যাবে মন্দিরে

Bijli Mahadev
Bijli Mahadev

 

কুল্লু, ২৩ অক্টোবর : হিমাচল প্রদেশের অবশেষে শুরু হয়েছে বিজলি মহাদেব রোপওয়ের নির্মাণ কাজ। নির্মাণ সামগ্রী ইতিমধ্যেই পিরডিতে পৌঁছেছে। পিরডি থেকে বিজলি মহাদেব পর্যন্ত ২.৪ কিলোমিটার এই রোপওয়ের নির্মাণকাজ শেষ হলে খুব তাড়াতাড়ি পৌঁছনো যাবে মন্দিরে।

কুল্লু শহরের বিপরীতে খারাল পাহাড়ের ওপরে একটি শিব মন্দির রয়েছে। কুল্লু থেকে বিজলি মহাদেব পর্যন্ত ট্রেকিং করে মন্দিরে পৌঁছতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগে যায়, কিন্তু এই রোপওয়ে তৈরি হয়ে গেলে মাত্র ৭ মিনিটে পৌঁছনো যাবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি গত ৫ মার্চ বিজলি মহাদেব রোপওয়ের ভূমিপুজো করেছিলেন। অবশেষে বিজলি মহাদেব রোপওয়ের কাজ শুরু হয়েছে। যদিও, এই রোপওয়ে নির্মাণের বিরোধিতা করেছিল 'সংঘর্ষ সমিতি' নামে এক সংগঠন।

You might also like!