Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Country

2 years ago

Congress wants to enter in nitish ministry : আগামীকাল মন্ত্রিসভা সম্প্রসারণের আগে নীতীশ-তেজস্বী-র সঙ্গে বৈঠকে কংগ্রেস

Congress wants to enter in nitish ministry
Congress wants to enter in nitish ministry

 

পটনা, ১৩ আগস্ট : আগামীকাল বিহারের মন্ত্রিসভা সম্প্রসারণের আগে বিহার কংগ্রেস শাখা রবিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন বৈঠক সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে বিহার কংগ্রেসের ভারপ্রাপ্ত ভক্ত সি দাস বলেন, "আমরা কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেছি। বর্তমান রাজনৈতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামীকাল এই বিষয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে একটি বৈঠক করব।" নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২৪ আগস্ট বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য একটি ফ্লোর টেস্টের মুখোমুখি হবে। বুধবার শপথ নেওয়ার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তার উপ-তেজস্বী যাদব আস্থা ভোট চাইতে ২৪ আগস্ট বিহার বিধানসভা অধিবেশন আহ্বান করার সিদ্ধান্ত নেন। বিহার বিধানসভায় ২৪২-এ আসনে, বিজেপি ৭৭-এ দাঁড়িয়েছে। জেডিইউ এর রয়েছে ৪৫, জিতন রাম মাঞ্জির এইচএএম (এস) রয়েছে ৪, আরজেডি-র ৭৯, কংগ্রেস ১৯, সিপিআই (এম-এল)-এর রয়েছে ১২, সিপিআই-এর রয়েছে ৪টিআসন।

You might also like!