Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Country

3 years ago

Congress wants to enter in nitish ministry : আগামীকাল মন্ত্রিসভা সম্প্রসারণের আগে নীতীশ-তেজস্বী-র সঙ্গে বৈঠকে কংগ্রেস

Congress wants to enter in nitish ministry
Congress wants to enter in nitish ministry

 

পটনা, ১৩ আগস্ট : আগামীকাল বিহারের মন্ত্রিসভা সম্প্রসারণের আগে বিহার কংগ্রেস শাখা রবিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন বৈঠক সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে বিহার কংগ্রেসের ভারপ্রাপ্ত ভক্ত সি দাস বলেন, "আমরা কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেছি। বর্তমান রাজনৈতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামীকাল এই বিষয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে একটি বৈঠক করব।" নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২৪ আগস্ট বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য একটি ফ্লোর টেস্টের মুখোমুখি হবে। বুধবার শপথ নেওয়ার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তার উপ-তেজস্বী যাদব আস্থা ভোট চাইতে ২৪ আগস্ট বিহার বিধানসভা অধিবেশন আহ্বান করার সিদ্ধান্ত নেন। বিহার বিধানসভায় ২৪২-এ আসনে, বিজেপি ৭৭-এ দাঁড়িয়েছে। জেডিইউ এর রয়েছে ৪৫, জিতন রাম মাঞ্জির এইচএএম (এস) রয়েছে ৪, আরজেডি-র ৭৯, কংগ্রেস ১৯, সিপিআই (এম-এল)-এর রয়েছে ১২, সিপিআই-এর রয়েছে ৪টিআসন।

You might also like!