Country

2 weeks ago

PM Narendra Modi in Balaghat: লোকসভা নির্বাচনে বিজেপি নয়, একে অপরের মধ্যে লড়াই করছে কংগ্রেস : প্রধানমন্ত্রী

Congress, not BJP, fighting each other in Lok Sabha elections: PM
Congress, not BJP, fighting each other in Lok Sabha elections: PM

 

বালাঘাট, ৯ এপ্রিল: কংগ্রেসের বিরুদ্ধে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারে মধ্যপ্রদেশের বালাঘাটের জনসভায় কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, লোকসভা নির্বাচনে বিজেপি নয়, একে অপরের মধ্যে লড়াই করছে কংগ্রেস। জনগণের উদ্দেশ্যে মোদী বলেছেন, "৪-৫ মাস আগে বিধানসভা নির্বাচনে আপনারা সবাই মিলে কংগ্রেসকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এখন লোকসভা নির্বাচনে কংগ্রেসের লোকেজন বিজেপির সঙ্গে লড়াই করছে না, তাঁরা একে অপরের মধ্যে লড়াই করছে। তাই মধ্যপ্রদেশের প্রতিটি প্রান্ত থেকে আওয়াজ আসছে - ফের একবার মোদী সরকার।"

প্রধানমন্ত্রী আরও বলেছেন, "কখনও কখনও কংগ্রেস সরকার নিজেদের অভিযোগ নিয়ে অন্য দেশে যেত। কিন্তু এখন সময় পাল্টেছে, বিশ্বের বড় বড় দেশগুলি, যে দেশগুলি নিজেদের মধ্যে যুদ্ধ করছে, তাঁরা নিজেদের সমস্যা নিয়ে কথা বলতে ভারতে আসে। আমাদের দেশের এই অবস্থা দেখে প্রতিটি ভারতীয়ের মনোবল উঁচু হয়ে যায়।" প্রধানমন্ত্রী আরও বলেছেন, "স্বাধীনতার পর কয়েক দশক ধরে কংগ্রেস অনেক পুরনো চিন্তাধারা অনুসরণ করে। প্রথমত, কংগ্রেসের মনে স্বাধীনতা আন্দোলনের অহংকার ছিল এবং স্বাধীনতা আন্দোলনে সাধারণ মানুষ যে ত্যাগ স্বীকার করেছিল তা কংগ্রেস ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছিল। একটি ছোট পরিবারের গোষ্ঠী প্রভাবশালী হয়ে ওঠে এবং তাঁদের চিন্তাভাবনা দেশকে পিছনের দিকে ঠেলে দেয়।"

প্রধানমন্ত্রী আরও বলেছেন, "সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্রে চলা বিজেপি সরকার দেশের প্রতিটি শহর ও প্রতিটি গ্রামকে অগ্রাধিকার দিচ্ছে। আমাদের সরকার দেশের আধুনিক পরিকাঠামোতে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করছে।" প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, "বিজেপি সরকার সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বিজেপি সমাজের দলিত-অনগ্রসর-উপজাতীয় অংশকে সম্মান দিয়েছে, যা পূর্ববর্তী সরকারগুলি এমনকি স্বীকৃতি দেওয়া থেকেও বঞ্চিত ছিল।"

You might also like!