Country

5 hours ago

Amritsar to Katra Vande Bharat train: অমৃতসর ও কাটরার মধ্যে মসৃণ হবে যোগাযোগ, ১০ আগস্ট বন্দে ভারতের যাত্রা শুরু

Vande Bharat Express train
Vande Bharat Express train

 

নয়াদিল্লি, ৯ আগস্ট : পাঞ্জাবের অমৃতসর ও জম্মু ও কাশ্মীরের কাটরার মধ্যে আরও মসৃণ হবে যোগাযোগ ব্যবস্থা। ১০ আগস্ট, রবিবার অমৃতসর ও শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরার মধ্যে বন্দে ভারত ট্রেনের যাত্রার শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে ভার্চুয়ালি এই বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত ট্রেন নম্বর ২৬৪০৬ শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা থেকে অমৃতসর পর্যন্ত চলবে এবং ট্রেন নম্বর ২৬৪০৫ মঙ্গলবার ছাড়া সপ্তাহে ৬-দিন অমৃতসর থেকে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা পর্যন্ত চলবে। ট্রেন নম্বর ২৬৪০৬ কাটরা থেকে সকাল ৬:৪০ মিনিটে ছেড়ে দুপুর ১২:২০ মিনিটে অমৃতসর পৌঁছবে। জম্মু, পাঠানকোট ক্যান্টনমেন্ট, জলন্ধর সিটি, ব্যাসে থামবে। একই ট্রেন অমৃতসর থেকে বিকেল ৪:২৫ মিনিটে ছেড়ে রাত ১০ টায় কাটরা পৌঁছবে। 


You might also like!