রতলাম, ১৭ আগস্ট : শনিবার গভীর রাতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব নির্ধারিত কর্মসূচির আগেই সড়কপথে রতলামে পৌঁছন। রাত প্রায় ১টা ৫৩ মিনিটে তিনি কনভয়ের সঙ্গে সার্কিট হাউসে আসেন। হঠাৎ কর্মসূচি পরিবর্তনের জেরে প্রশাসনকে রাতেই প্রস্তুতি নিতে হয়।
সার্কিট হাউসে তাঁকে স্বাগত জানান মন্ত্রী চৈতন্য কাশ্যপ, বিজেপি জেলা সভাপতি প্রদীপ উপাধ্যায়, আইজি উমেশ জোগা, জেলা প্রশাসনের আধিকারিকরা-সহ অন্যরা। মন্ত্রী চৈতন্য কাশ্যপ ফুলের তোড়া দিলে মুখ্যমন্ত্রী মজার ছলে তাঁকে ময়ূরপঙ্খী উপহার দিয়ে বলেন, “আমরাও আপনাকে স্বাগত জানাচ্ছি।”
রবিবার মুখ্যমন্ত্রী কোটেশ্বর মহাদেব মন্দিরে ২৪৭ কোটি টাকার প্রকল্পের ভূমিপুজো ও উদ্বোধন করবেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দুপুরে স্থানীয় অনুষ্ঠান শেষে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।