রায়পুর, ১ অক্টোবর : রবিবার রায়পুরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। আজ রাজ্য স্তরের 'দিশা কমিটির' বৈঠকের পাশাপাশি' আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস' অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দুপুর ১২টায় সিভিল লাইনস রায়পুরের বিকাশ ভবনের সভাকক্ষে আয়োজিত রাজ্য স্তরের 'দিশা কমিটির' বৈঠকে যোগ দেবেন। এরপর দুপুর ১.২০ মিনিটে সর্দার বলবীর সিং জুনেজা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত 'আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস' অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী দুপুর ২.০৫ মিনিটে তাঁর বাসভবনে ফিরবেন।