Country

3 hours ago

Karur Stampede Death: কারুরে বিজয়ের জনসভায় বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত্যু বেড়ে ৩৯

TVK Vijay rally Stampede
TVK Vijay rally Stampede

 

কারুর, ২৮ সেপ্টেম্বর : তামিলনাড়ুর কারুরে তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা তথা অভিনেতা থলপতি বিজয়ের জনসভায় হুড়োহুড়ি ও চূড়ান্ত বিশৃঙ্খলা। এই পদপিষ্টের ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শিশুও রয়েছে। অসুস্থ আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, "রাজনৈতিক দলের আয়োজিত কোনও অনুষ্ঠানে এত বিপুল সংখ্যক মানুষ কখনও প্রাণ হারাননি।" মুখ্যমন্ত্রী জানান, পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী স্ট্যালিন আরও বলেছেন, "তদন্ত কমিশনের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে। আমি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিছু বলতে চাই না। তদন্ত কমিশনের মাধ্যমে সত্য প্রকাশ পেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

তামিলনাড়ুর ডিজিপি ইনচার্জ জি. ভেঙ্কটরমন বলেছেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনার পর আমরা পুলিশের নেওয়া পদক্ষেপগুলি পর্যালোচনা করেছি। টিভিকে-র আগের সমাবেশগুলিতে কম জনসমাগম হয়েছিল, কিন্তু এবার জনসমাগম প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। যদিও আয়োজকরা কারুরে একটি বড় মাঠ অনুরোধ করেছিলেন, প্রায় ১০,০০০ লোকের প্রত্যাশা ছিল, প্রায় ২৭,০০০ জন জড়ো হয়েছিল। বিজয় যে প্রচারণাস্থলে জনসাধারণকে ভাষণ দেওয়ার কথা ছিল, সেখানে ৫০০-এরও বেশি পুলিশ কর্মী কর্তব্যরত ছিলেন।"

You might also like!