মথুরা, ১৭ অক্টোবর : উত্তর প্রদেশের মথুরায় ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। মৃত ৪ জনের মধ্যে দু'জন মহিলা। হতাহতরা বিহারের গয়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে, পেশায় সবাই শ্রমিক। এসএসপি শৈলেশ পান্ডে বলেছেন, বৃহস্পতিবার সকালে এই শ্রমিকরা আলিগড় থেকে একটি পিকআপ গাড়িতে করে হরিয়ানা যাচ্ছিলেন, সেই সময় গাড়িটি রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ গাড়ির চালক ঘুমিয়ে পড়ে এবং পিকআপ গাড়িটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। খুঁটিতে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই তার ছিঁড়ে পড়ে। সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এই সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে এড়াতে চালক গাড়িটিকে পেছনে নিলে, রাস্তায় পড়ে যাওয়া শ্রমিকদের পিষে দেয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।