Country

1 year ago

BJP wil celebrated tommorrow Bivajan Bivisikha diwas: আগামী রবিবার 'বিভাজন বিভীষিকা দিবস' পালন করবে বিজেপি

BJP wil celebrated tommorrow Bivajan Bivisikha diwas
BJP wil celebrated tommorrow Bivajan Bivisikha diwas

 

নয়াদিল্লি, ১২ আগস্ট স্বাধীনতার জন্য অমর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতে ১৪ আগস্ট 'বিভাজন বিভীষিকা দিবস' পালন করবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'বিভাজন বিভীষিকা দিবস' -এর অনুষ্ঠান চলাকালীন সারা দেশে স্বাধীনতা সংগ্রামী ও মহাপুরুষদের মূর্তি ঘিরে পরিচ্ছন্নতার কর্মসূচি নেওয়া হবে। স্বাধীনতা সংগ্রামী ও মহাপুরুষদের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। প্রতিটি জেলায় মৌন মিছিল বের করা হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতায় সংগ্রামীরা জীবন উৎসর্গ করেছেন, দেশ স্বাধীন করতে সর্বস্ব উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হবে। তাদের আত্মত্যাগের কথা আগামী প্রজন্মের কাছে জানায়, তবেই দেশ ও সমাজ বেঁচে থাকবে। উল্লেখ্য, ১৪ আগস্ট ভারত বিভক্ত হয়ে পাকিস্তান গঠিত হয়। 


You might also like!