Country

18 hours ago

Abhijit Ganguly’s health Condition: দিল্লির এইমস থেকে ছুটি পেলেন বিজেপি সাংসদ অভিজিৎ

Abhijit Ganguly discharge from AIIMS hospital in delhi
Abhijit Ganguly discharge from AIIMS hospital in delhi

 

নয়াদিল্লি, ২ জুলাই : শারীরিক অবস্থার উন্নতির পর অবশেষে দিল্লির এইমস থেকে ছুটি পেলেন প্রাক্তন বিচারপতি ও তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাত ৮টার দিকে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে এখনই কলকাতায় ফিরছেন না তিনি—অস্থায়ীভাবে দিল্লির সরকারি বাসভবনেই থাকছেন। অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন অভিজিৎ। প্রথমে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে পরিবার ও দলের সিদ্ধান্তে তাঁকে দিল্লির এইমস -এ নিয়ে যাওয়া হয়। সেখানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চলে, শরীর থেকে ‘ফ্লুইড’ অপসারণও করা হয়। কলকাতার হাসপাতালেও একই ধরনের চিকিৎসা হয়েছিল আগেই। এক সপ্তাহ আগে তাঁকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে সরানো হয়েছিল।


You might also like!