Country

1 month ago

BJP left 3 seats to JDS in Karnataka:কর্ণাটকে জেডিএস-কে ৩টি আসন ছাড়লো বিজেপি

BJP left 3 seats to JDS in Karnataka
BJP left 3 seats to JDS in Karnataka

 

বেঙ্গালুরু, ২০ মার্চ : এইচ ডি দেবগৌড়ার দলের সঙ্গে কর্ণাটকে আসনরফা করে ফেলল এনডিএ। ২৮ আসনের কর্ণাটক লোকসভায় জনতা দল সেকুলার (জেডিএস)–কে ৩টি আসন ছেড়েছে বিজেপি। আসনগুলি হল মাণ্ডয়া, হাসান ও কোলার।

উল্লেখ্য, সম্প্রতি বিজেপি ২৮ আসনের কর্ণাটক লোকসভার মধ্যে ২০টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। জেডিএস নেতৃত্ব এই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করে। প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া ও তাঁর ছেলে কুমারস্বামী বিজেপির এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিজেপি নেতৃত্বও পাল্টা জানিয়েছিল, কোনও সভায় জেডিএস-ও বিজেপিকে আমন্ত্রণ জানায়নি। এরপরেই বরফ গলে জেডিএস-এর তরফে। জেডিএস মেনে নেয় বিজেপির সঙ্গে আসনরফা। জেডিএসকে মাণ্ডয়া, হাসান ও কোলার এই তিনটি আসন দেয় বিজেপি।


You might also like!