Country

2 days ago

Mehul Choksi arrested: ভারতের অনুরোধে পদক্ষেপ বেলজিয়াম সরকারের, গ্রেফতার মেহুল চোক্সী

Mehul Choksi arrested
Mehul Choksi arrested

 

নয়াদিল্লি, ১৪ এপ্রিল : বেলজিয়ামে গ্রেফতার করা হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোক্সীকে। ভারতের অনুরোধেই বেলজিয়াম সরকার এই পদক্ষেপ করেছে। মেহুল আপাতত রয়েছে বেলজিয়ামের জেলে। শনিবার মেহুলকে গ্রেফতার করে সে দেশের পুলিশ।

মুম্বইয়ের আদালতে চোক্সীর বিরুদ্ধে দু’টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ২০১৮ সালের ২৩ মে-র পর আবার ২০২১ সালের ১৫ জুন চোক্সীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানাতেই গ্রেফতার করা হয়েছে চোক্সীকে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে চোক্সীর বিরুদ্ধে।

You might also like!