Country

1 year ago

Jama Masjid : প্রেমিক-বন্ধুদের সঙ্গে মেয়েদের প্রবেশে জামে মসজিদে নিষেধাজ্ঞা: বুখারি

Jama Masjid
Jama Masjid

 

নয়াদিল্লি, ২৪ নভেম্বর  : জামে মসজিদে অবিবাহিত মেয়েদের প্রবেশ না করার সিদ্ধান্ত নিয়ে এবার শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারীর বক্তব্য সামনে এসেছে। জামে মসজিদের শাহী ইমাম সাফ জানিয়ে দিয়েছেন, মহিলাদের নমাজ পড়তে আসা বন্ধ করা হবে না। তিনি আরও বলেন, মেয়েরা তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে মসজিদে আসে বলে অভিযোগ ছিল, তাই এটি বন্ধ করতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

শাহী ইমাম বলেন, কোনও মহিলা জামে মসজিদে আসতে চাইলে তাকে তার পরিবার বা স্বামীসহ আসতে হবে। সে নামাজ পড়তে আসলে তাকে বাধা দেওয়া হবে না। একই সঙ্গে জামে মসজিদের জনসংযোগ কর্মকর্তা সাবিউল্লাহ খান বলেন, অবিবাহিত মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এটি একটি ধর্মীয় স্থান বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা উপাসনা করে তাদের জন্য কোন বাধা নেই। তিনি আরও বলেন, জামে মসজিদ প্রশাসন একাকী বা দলবদ্ধভাবে আসা মেয়ে/মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করে আদেশ জারি করেছে। মেয়ে/মহিলাদের পরিবার নিয়ে আসতে কোনো বাধা নেই। এমনকি বিবাহিত দম্পতিদেরও কোনো বাধা নেই।

অন্যদিকে, দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন স্বাতি মালিওয়াল জামে মসজিদে অবিবাহিত মেয়েদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্তকে একেবারেই ভুল বলে অভিহিত করেছেন। তিনি বলেন, একজন মহিলারও পুরুষের মতো পূজা করার অধিকার রয়েছে। তিনি জামে মসজিদের ইমামকে নোটিশ দিচ্ছেন, এভাবে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করার অধিকার কারো নেই।

You might also like!