Country

22 hours ago

Amarnath Yatra Halted: খারাপ আবহাওয়া, শুক্রবারও জম্মু থেকে গেল না অমরনাথ যাত্রীদের দল

Amarnath Yatra suspend due to bad weather
Amarnath Yatra suspend due to bad weather

 

জম্মু, ১ আগস্ট : জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে শুক্রবারও কোনও অমরনাথ যাত্রীদের দল রওনা হয়নি। জম্মু-কাশ্মীরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার জম্মু থেকে কাশ্মীরগামী যাত্রিবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। প্রশাসনের এক আধিকারিক জানান, ১ আগস্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য জম্মু থেকে অমরনাথ যাত্রা ফের স্থগিত রাখা হয়েছে। কাশ্মীরের দিকে আজ কোনও দল যেতে পারেনি। প্রসঙ্গত, চলতি বছর এখনও পর্যন্ত ৩.৯৩ লক্ষের বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন। ৩ জুলাই শুরু হওয়া এই বার্ষিক যাত্রা চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত।

You might also like!