Country

1 day ago

School Jobs Scam: সুপ্রিম কোর্টে আপাত-স্বস্তি চাকরিহারাদের একাংশের

Supreme Court of India
Supreme Court of India

 

নয়াদিল্লি, ১৭ এপ্রিল : ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তাদের আর্জি ছিল, যাঁরা ‘দাগি’ বা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ নন, রাজ্যের শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখে আপাতত তাঁদের চাকরি বহাল থাক। বৃহস্পতিবার সেই আর্জিতেই পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘দাগি’ (টেন্টেড) নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। বৃহস্পতিবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী ৩১ মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে, তারা চলতি বছরেই নিয়োগপ্রক্রিয়া শেষ করবে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগপ্রক্রিয়া। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ‘দাগি’ কিংবা ‘অযোগ্য’ নন এমন শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ, বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে অর্থাৎ বর্ষশেষের আগেই নিয়োগপ্রক্রিয়া শেষ না হলে এই নির্দেশ তুলে নেওয়া হবে। সে ক্ষেত্রে ফের প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত।


You might also like!