Country

1 month ago

Supreme Court: আর বাঁধা নয় আইনের চোখ, বিচারপতি চন্দ্রচূড়ের নির্দেশে বসল 'লেডি অফ জাস্টিসের' মূর্তি!

Supreme Court
Supreme Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সাধারণত আদালতে এক হাতে দাঁড়িপাল্লা আর অন্য হাতে তরোয়াল এবং চোখে কালো পট্টি নিয়ে এক ন্যায়ের মূর্তি দেখা যায়। তবে সময়ের সাথে সংবিধানে যুক্ত হয়েছে একাধিক আইন। এবার সেই সাথে তাল মিলিয়ে বদলে গেল ন্যায়ের মূর্তি। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে নতুন মূর্তি বসে গিয়েছে।

নতুন এই নারীমূর্তির চোখে কোনও পট্টি বাঁধা নেই। তার এক হাতে রয়েছে দাঁড়িপাল্লা, অন্য হাতে রয়েছে ভারতের সংবিধান। সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাইব্রেরিতে ন্যায়ের নতুন মূর্তিটি ইতিমধ্যেই বসানো হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশেই পুরনো মূর্তি সরিয়ে বসেছে নতুন মূর্তি।

সূত্রের খবর, আসলে প্রধান বিচারপতির দাবি আদৌ আইনের চোখ বাঁধা নয়। সকলকে সমান চোখে দেখে বিচার করে আদালত। তরোয়ালের পরিবর্তে সংবিধান রাখার ক্ষেত্রেও এই ধরনের যুক্তি কাজ করছে। এ ক্ষেত্রে বলা হচ্ছে, তরোয়ালটি আসলে হিংসার দ্যোতক। প্রধান বিচারপতির মত, আইনের চোখে হিংসার কোনও স্থান নেই। বরং সংবিধান অনুযায়ী আদালত বিচার করে এবং রায় শোনায়। এ ক্ষেত্রে ন্যায়মূর্তির হাতে তাই তরোয়ালের পরিবর্তে সংবিধানই উপযুক্ত। 

You might also like!