Country

1 day ago

Amit Shah To Visit Jammu And Kashmir: ৭-৮ এপ্রিল জম্মু-কাশ্মীরে সফর অমিত শাহের, খুঁটিয়ে দেখবেন নিরাপত্তা পরিস্থিতি

Union Home Minister Amit Shah
Union Home Minister Amit Shah

 

নয়াদিল্লি, ১ এপ্রিল : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৭-৮ এপ্রিল জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন, ওই সময়ে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এই সফরের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের জন্য কেন্দ্রশাসিত অঞ্চলে একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করবেন অমিত শাহ। জম্মু ও কাশ্মীর পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন আধিকারিকরা সম্ভবত এই বৈঠকে যোগ দেবেন। পর্যালোচনা বৈঠকের পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকাগুলি পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে, সীমান্তে মোতায়েন বাহিনীর মনোবল বৃদ্ধিতে সচেষ্ট হবেন অমিত শাহ।

You might also like!